1. Home
  2. বিনোদন
  3. গান
  4. রবীন্দ্রনাথকে নিয়ে গল্প-গানের আসর
রবীন্দ্রনাথকে নিয়ে গল্প-গানের আসর

রবীন্দ্রনাথকে নিয়ে গল্প-গানের আসর

0
  • 10 months ago,

চলমান আষাঢ় ও বর্ষামুখরতাকে জাগিয়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্রনাথকে নিয়ে গল্প-গানের আসর ‘আমার কণ্ঠ হতে গান কে নিলো’। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের দ্বিতীয়তলায় ‘ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তন’ এ উৎসবমুখর পরিবেশে আয়োজিত হয়েছে অনুষ্ঠানটি। এটি আয়োজন করেছে ‘চৈতন্য প্রকাশন’। এদিন গানে গানে হল পরিপূর্ণ হয়ে উঠেছিল এবং উপস্থিতি সকলে ছিল প্রাণোচ্ছ্বল। সবাই মন-প্রাণ দিয়ে রবীন্দ্রনাথের গান উপভোগ করেছেন। রবীন্দ্রনাথের বিভিন্ন গানের নেপথ্যে কাহিনী শোনান রবীন্দ্র গবেষক প্রীতম সেনগুপ্ত। ফাঁকে ফাঁকে গায়ক রবীন্দ্রনাথের ১২টি গান গেয়ে শোনান এই সময়ের প্রতিভাবান রবীন্দ্রসংগীত শিল্পী জয়ীতা তিথি। ‘চৈতন্য প্রকাশন’র কর্ণধার রাজীব চৌধুরী জানান, বর্ষাকে আনন্দমুখর ও উদ্যাপনময় করতে এই আয়োজন করা হয়েছে।

আমাদের পরের আয়োজন ৫ই জুলাই শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ও ৬ই জুলাই সিলেট জেলা পরিষদ মিলনায়তনে। অনুষ্ঠানে পরিবেশিত গানের মধ্যে উল্লেখযোগ্য ছিল- ‘তোমায় গান শোনাবো’, ‘তুমি সন্ধ্যার মেঘমালা’, ‘আমার কণ্ঠ হতে গান কে নিলো ভুলায়ে’, ‘তবু মনে রেখো যদি দূরে যাই চলে’, ‘দাও হে হৃদয় ভরে দাও’, ‘কে এসে যায় ফিরে ফিরে আকুল নয়ননীড়ে’, ‘কণ্ঠে নিলেম গান’, ‘আমার শেষ পারানির কড়ি’, ‘আমার প্রাণের পরে চলে গেল কে’, ‘আমায় বোলো না গাহিতে বোলো না’ ইত্যাদি।

এ ছাড়াও শিল্পীর গানে বাঁশিতে সঙ্গ দিয়েছেন সাইফ হাসান বাবু, তবলায় রবীন্দ্রনাথ পাল ও এস্রাজে দেবা পাল।