1. Home
  2. শিক্ষা
  3. ক্যাম্পাস
  4. রাকসুর পরে চাকসুর নির্বাচনও পেছানো হলো
রাকসুর পরে চাকসুর নির্বাচনও পেছানো হলো

রাকসুর পরে চাকসুর নির্বাচনও পেছানো হলো

0
  • 2 days ago,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন এর তারিখ পরিবর্তন করা হয়েছে। ১২ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন।   

এ তথ্য নিশ্চিত করেছেন চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী। 

তিনি বলেন, আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ছুটির কারণে প্রার্থীরা তাদের প্রচারণার কাজে মাত্র ৫ কার্যদিবস পাবেন। সোমবার প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তারা এ সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। এজন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে নির্বাচন কমিশন। এরপর মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১২ অক্টোবরের পরিবর্তে আগামী ১৫ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ১২ থেকে ১৬ তারিখ পর্যন্ত ক্লাস চলমান থাকলেও সব পরীক্ষা বন্ধ থাকবে এবং নির্বাচনের পরেরদিন ১৬ তারিখ বিশ্ববিদ্যালয় ছুটি থাকবে। 

এর আগে সোমবার পোষ্য কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাকসু নির্বাচন পিছিয়ে দেওয়া হয়। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর হবে রাকসু নির্বাচন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক