রাশিয়ার দখলকৃত অঞ্চল স্বীকৃতি দিতে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, কোনো ভূমি রাশিয়াকে ছাড়তে ইউক্রেনের অস্বীকৃতি
দ্য টেলিগ্রাফ পত্রিকা তার এক প্রতিবেদনে দাবি করেছে, যুক্তরাষ্ট্র রাশিয়ার দখল করে নেওয়া ক্রিমিয়া ও অন্যান্য ইউক্রেনীয় অঞ্চলকে বাস্তবে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই স্বীকৃতি হবে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত শান্তি চুক্তির মূল অংশ।
ট্রাম্পের বিশেষ দূত হিসেবে স্টিভ উইটকফ এবং জারেড কুশনারকে মস্কো পাঠানো হয়েছে। তারা সরাসরি ভ্লাদিমির পুতিনের কাছে এই প্রস্তাব তুলে ধরছেন বলে জানা গেছে।
এ পরিকল্পনার অধীনে ইউক্রেনকে দখলকৃত অঞ্চলগুলোর ক্ষতি আইনি বা রাজনৈতিকভাবে স্বীকৃতি দিতে হবে না। অর্থাৎ ইউক্রেন তার অবস্থান বজায় রাখতে পারবে, যদিও বাস্তবে অঞ্চলগুলো রাশিয়ার নিয়ন্ত্রণেই থাকবে।
অন্যদিকে দ্য আটলান্টিক পত্রিকা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে বলেছেন, দেশটি রাশিয়ার সাথে শান্তি আলোচনায় কোনো ভূখণ্ড ছাড়বে না।
তিনি আরো বলেন “কোনো বুদ্ধিমান মানুষ জমি হস্তান্তর করার জন্য সই করবে না। আর ইউক্রেনের সংবিধান এটি অনুমোদনও করে না এবং জেলেনস্কি কখনোই কোনো আঞ্চলিক ছাড় মেনে নেবেন না।
তবে ইউক্রেন শুধুমাত্র দুই দেশের সেনাবাহিনীর বর্তমান অবস্থান অনুযায়ী সীমা নির্ধারণে আগ্রহী, কোনো জমি হস্তান্তরের বিষয় নয়।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক