1. Home
  2. বিশ্ব
  3. রাশিয়ার নতুন সমুদ্র যুদ্ধকৌশল: একদিনে ৪০০ নৌ-ড্রোন হামলার প্রস্তুতি
রাশিয়ার নতুন সমুদ্র যুদ্ধকৌশল: একদিনে ৪০০ নৌ-ড্রোন হামলার প্রস্তুতি

রাশিয়ার নতুন সমুদ্র যুদ্ধকৌশল: একদিনে ৪০০ নৌ-ড্রোন হামলার প্রস্তুতি

0
  • 13 hours ago,

রাশিয়ার ‘রুবিকন’ (Rubikon) নামে পরিচিত অভিজাত Unmanned Systems Center এখন নৌ-আক্রমণ ড্রোন (naval strike drones) মোতায়েন শুরু করেছে— যার মধ্যে জলতলবর্তী (submersible) ড্রোনও রয়েছে।

তারা ইতোমধ্যে যুদ্ধ মহড়া, পরীক্ষামূলক আঘাত ও বিভিন্ন বাস্তব যুদ্ধ পরিস্থিতির অনুশীলন চালিয়েছে।

মূল লক্ষ্য:

ইউক্রেনের মেরিটাইম অবকাঠামো ধ্বংস করা –

▫ বন্দর

▫ জাহাজ

▫ যোগাযোগ টাওয়ার

▫ এমনকি সৈকতেও আঘাত করা হতে পারে

প্রতিরক্ষামূলক দিক:

Rubikon এমন প্রযুক্তিও তৈরি করছে, যা আকাশপথ থেকে ইউক্রেনের নৌ ড্রোন শনাক্ত ও ধ্বংস করতে পারে।

বিশেষজ্ঞদের সতর্কতা:

রাশিয়া চাইলে একদিনেই ৪০০টি পর্যন্ত নৌ-ড্রোন পাঠাতে পারে — ঠিক যেমন আকাশপথে তারা শেহেদ ড্রোন দিয়ে মুহুর্মুহু হামলা চালায়।

সেই সাথে কিছু ড্রোনে শ্র্যাপনেল (ধ্বংসাত্মক ধাতব খণ্ড) ভরে তা সরাসরি উপকূলে পাঠানো হতে পারে।

রাশিয়ার এই কৌশল ইউক্রেনের সমুদ্রপথে প্রতিরক্ষা ও রপ্তানি অবকাঠামোর জন্য একটি বড় হুমকি হয়ে উঠছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

ওদিকে আজও (৩ আগস্ট, রোববার) ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে বাড়ি-ঘর ও বেসামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে একাধিক রুশ ড্রোন। বিস্ফোরণে আগুন ধরে যায় শহরের বিভিন্ন জায়গায়। একটি জ্বালানি ডিপোতে ড্রোনের আঘাতে সবচেয়ে বড় অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের ১২৭ কর্মীর নিরলস চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ নিহত হয়েছে বলে খবর না পাওয়া গেলেও জানা গেছে, আহত হয়েছেন তিন বেসামরিক নাগরিক।

কৃষ্ণ সাগরের কাছে ইউক্রেনীয় ওই শহরটিতে গত কয়েক মাস ধরেই বেশ ভারী হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এ ছাড়াও রিয়াজান, পেনজা ও ভোরোনেঝ শহরসহ বেশ কয়েকটি শহরেও একই দিন একযোগে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ভোরোনেঝ শহরে চারজন আহতের খবরও পাওয়া গেছে।

এর আগে গত বৃহস্পতিবার, রাজধানী কিয়েভে বড় হামলা চালায় রাশিয়া। ওই হামলায় ৩১ ইউক্রেনীয় নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। ইউক্রেনের সেনাবাহিনীর তথ্যমতে, ওই দিনের হামলায় ৩০০ টি ড্রোন ও আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এটিই ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার সবচেয়ে বড় হামলা।

নিউজ টুডে বিডি/ নিউজ ডেস্ক