
রাশিয়ার হামলায় ইউক্রেনে মার্কিন স্বেচ্ছাসেবকসহ বহু বিদেশি নিহত
নিউ ইয়র্ক টাইমস এর বরাতে জানা যায় ২১ জুলাই, ইউক্রেনের ক্রোপিভনিতস্কি শহরের কাছে একটি সামরিক প্রশিক্ষণ শিবিরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত এক ডজন বিদেশি স্বেচ্ছাসেবক নিহত হয়েছে।
নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, তাইওয়ান ও ডেনমার্কের নাগরিক রয়েছে।
হামলাটি দুপুরের খাবারের সময় ঘটে এবং এতে শিবিরের একটি গোলাবারুদ ভাণ্ডারে আগুন ধরে যায়, যা থেকে আরও বিস্ফোরণ ঘটে। ঘটনায় ১০০ জনের বেশি আহত হয়েছে।
প্রশিক্ষণ কেন্দ্রে বিমান হামলার সাইরেন বাজেনি এবং সেখানে প্রাথমিক চিকিৎসা সরঞ্জামও অনুপস্থিত ছিল বলে জানা গেছে।
ইউক্রেন কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে এবং ভবিষ্যতে এমন গণহতাহতের ঘটনা এড়াতে আরও প্রশিক্ষণ কার্যক্রম ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক