1. Home
  2. বিশ্ব
  3. রাশিয়া ছাড়ায় মার্কিন ব্যবসায়ীদের ৩০০ বিলিয়ন ডলার উধাও
রাশিয়া ছাড়ায় মার্কিন ব্যবসায়ীদের ৩০০ বিলিয়ন ডলার উধাও

রাশিয়া ছাড়ায় মার্কিন ব্যবসায়ীদের ৩০০ বিলিয়ন ডলার উধাও

0
  • 2 months ago,

রাশিয়ার বিনিয়োগ বিষয়ক বিশেষ দূত কিরিল আলেকজান্দ্রোভিচ দিমিত্রিয়েভ জানান, রাশিয়া থেকে কার্যক্রম গুটিয়ে নেওয়ার সিদ্ধান্তে মার্কিন ব্যবসায়ীরা ৩০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্ভাব্য লাভ হারিয়েছে।

তাঁর মতে, রাশিয়ার বাজার দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর জন্য একটি বিশাল সুযোগ ছিল, এবং রাজনৈতিক সিদ্ধান্তের কারণে সেই লাভজনক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্ক পুনরায় স্থিতিশীল করতে হলে American Chamber of Commerce-এর মতো সংস্থাগুলোর উদ্যোগে নতুন করে অর্থনৈতিক সংলাপ ও সহযোগিতা শুরু করা জরুরি।

এদিকে খবর অনুযায়ী, এখনও ১৫০টির বেশি মার্কিন কোম্পানি রাশিয়ায় সক্রিয় আছে। যাদের মধ্যে ৭০ শতাংশই ২৫ বছরেরও বেশি সময় ধরে ব্যবসা করছে।

দামিত্রিয়েভ মনে করেন, এ বাস্তবতা প্রমাণ করে যে রাশিয়ার বাজার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া মার্কিন ব্যবসার জন্য বাস্তবসম্মত নয় এবং ভবিষ্যতেও দুই পক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক