
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গতকাল বুধবার দিনশেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১.৩৩ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ হয়েছে ২৬.৩১ বিলিয়ন ডলার।
গত রবিবার গ্রস রিজার্ভ ৩০.৮৬ বিলিয়ন এবং বিপিএম৬ অনুযায়ী, ২৫.৮৭ বিলিয়ন ডলার ছিল।
বাংলাদেশ ব্যাংক থেকে এসব তথ্য জানা গেছে।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) ২.০২ বিলিয়ন ডলার পরিশোধ করে বাংলাদেশ। এরপর গ্রস রিজার্ভ কমে ২৯.৫৩ বিলিয়ন ডলারে নেমে এসেছিলো। আর বিপিএম৬ অনুযায়ী নেমে আসে ২৪.৫৬ বিলিয়ন ডলারে।
এদিকে রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধি, রপ্তানি আয় বৃদ্ধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঋণের কারণে চলতি বছরের জুন শেষে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে ৩১.৭২ বিলিয়ন ডলার হয়, গত ২৮ মাসের মধ্যে যা ছিল সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালের মার্চের শুরুতে রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের নিচে নেমেছিল। চলতি বছরের জুন শেষে বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ ওঠে ২৬.৬৯ বিলিয়ন ডলারে। ২০২৩ সালের জুন থেকে আইএমএফের শর্ত মেনে বিপিএম৬ অনুযায়ী হিসাব প্রকাশ করছে কেন্দ্রীয় ব্যাংক। ওই সময় রিজার্ভ ছিল ২৪.৭৫ বিলিয়ন ডলার।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক