1. Home
  2. ছবি
  3. আন্তর্জাতিক
  4. রুশ ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের কারখানা ধ্বংস
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের কারখানা ধ্বংস

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের কারখানা ধ্বংস

0
  • 22 hours ago,

ইউক্রেনে থাকা যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ফ্লেক্স (Flex)-এর একটি কারখানা রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়েছে।

কারখানাটিতে নাইকি (Nike), গুগল (Google), লেনোভো (Lenovo) সহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য ফিটনেস ট্র্যাকার, স্বাস্থ্য পর্যবেক্ষণ যন্ত্র এবং কফি মেশিনসহ নানা ধরনের ইলেকট্রনিক্স পণ্য তৈরি হতো।

কারখানাটি চলতি বছরের এপ্রিল মাসে নতুন করে সংস্কার করা হয়েছিল।

হামলার সময় কারখানার ভেতরে প্রায় ৬০০ কর্মী উপস্থিত ছিলেন। এসময় তারা সবাই আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে সক্ষম হন, তবে ১৫ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক