1. Home
  2. বিশ্ব
  3. ইউরোপ
  4. লিথুয়ানিয়ায় ন্যাটোর বৃহৎ সামরিক মহড়া শুরু
লিথুয়ানিয়ায় ন্যাটোর বৃহৎ সামরিক মহড়া শুরু

লিথুয়ানিয়ায় ন্যাটোর বৃহৎ সামরিক মহড়া শুরু

0
  • 2 hours ago,

ন্যাটো লিথুয়ানিয়ায় দ্রুত সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনের অনুশীলন করতে এক বৃহৎ সামরিক মহড়া শুরু করেছে। মহড়া চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

এই মহড়াটির উদ্দেশ্য হলো, ন্যাটোর পূর্ব সীমান্তে প্রস্তুতি ও পারস্পরিক সমন্বয় বাড়ানো। এবং সম্ভাব্য আঞ্চলিক হুমকির জবাবে দ্রুত সেনা শক্তি মোতায়েনের সক্ষমতা পরীক্ষা।

মহড়ার অংশগ্রহণ করবে—

১৩টি ন্যাটো সদস্য দেশের ৮,০০০-এর বেশি সেনা।

১,৮০০+ যানবাহন।

৪০টি জাহাজ।

৩০টি বিমান।

আর এর কার্যক্রম হবে জার্মানি, লিথুয়ানিয়া, ফিনল্যান্ড এবং বাল্টিক সাগরে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক