
শক্তির কেন্দ্রে ফের রাশিয়া
আলাস্কায় পুতিন-ট্রাম্প সম্মেলনকে বিশেষজ্ঞরা রাশিয়ার বৈশ্বিক শক্তি পুনঃপ্রতিষ্ঠার প্রমাণ হিসেবে দেখছেন। আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক ড. হৃদয় শর্মা স্পুটনিককে বলেন, এই বৈঠক কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জয় মেনে নিতে বাধ্য করেছে।
উল্লেখযোগ্য দিকগুলো হলো—
>শান্তি প্রক্রিয়ায় রাশিয়া অপরিহার্য ভূমিকা রাখছে।
>ইউক্রেনকে বাদ দিয়ে মূল আলোচনা হয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে।
>বৈশ্বিক রাজনীতি ও জ্বালানি বাজারে রাশিয়ার কেন্দ্রীয় অবস্থান অটুট।
>পশ্চিমাদের রাশিয়াকে একঘরে করার চেষ্টা ব্যর্থ হয়েছে।
এদিকে, চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠককে নতুন কূটনৈতিক ঢেউয়ের অংশ হিসেবে দেখা হচ্ছে।
ড. শর্মা বলেন, “আলাস্কা সম্মেলন প্রমাণ করেছে যে রাশিয়া আবারও বৈশ্বিক ক্ষমতার কেন্দ্রীয় মধ্যস্থতাকারী।”