1. Home
  2. রাজনীতি
  3. শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু, নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া চলছে
শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু, নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া চলছে

শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু, নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া চলছে

0
  • 2 weeks ago,

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫ শুরু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সারাদেশ থেকে আগত ছয় হাজারেরও বেশি সদস্যের অংশগ্রহণে এ সম্মেলনের উদ্বোধন হয়।

আজকের সম্মেলনের মধ্য দিয়েই সংগঠনটির ২০২৬ মেয়াদের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে। গঠনতন্ত্র অনুযায়ী, উপস্থিত সদস্যদের সরাসরি ও গোপন ভোটে সভাপতি নির্বাচিত হবেন। নির্বাচিত সভাপতি পরবর্তীতে একজনকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করবেন।

সংগঠন সূত্র জানায়, ছাত্রত্ব শেষ হওয়ায় বর্তমান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সংগঠনের রাজনীতিতে আর সক্রিয় থাকতে আগ্রহী নন। সে কারণে তিনি চলতি বছরই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সভাপতি পদটির দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন সংগঠনের বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়া সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম।

সংগঠনটির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ছাত্রশিবিরের রাজনীতিতে সাধারণত সেক্রেটারি জেনারেলই পরবর্তী সময়ে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পেয়ে থাকেন। এই ধারার ব্যতিক্রম খুব একটা দেখা যায়নি, যা এবারের নেতৃত্ব নির্বাচনেও আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৫