1. Home
  2. বাংলাদেশ
  3. জেলা
  4. শিবির কর্মীদের মারলে যেখানে কিছুই হতো না, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিবিরকে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে: জাহিদুর রহমান
শিবির কর্মীদের মারলে যেখানে কিছুই হতো না, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিবিরকে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে: জাহিদুর রহমান

শিবির কর্মীদের মারলে যেখানে কিছুই হতো না, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিবিরকে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে: জাহিদুর রহমান

0
  • 3 weeks ago,

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে পাখি মারলে জরিমানা হতো কিন্তু শিবির কর্মীদের মারলে কোন জরিমানা হতো না, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিবিরকে তাদের প্রতিনিধি হিসাবে নির্বাচন করেছে তেমনি সিংগাইর ও হরিরামপুরের মানুষ দাঁড়িপাল্লাকে নির্বাচন করবেন বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ ২ (সিংগাইর- হরিরামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান।

আজ (১৩ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মানিকগঞ্জ জেলার সিংগাইরের জামশা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ”নির্বাচনী প্রস্তুতি বিষয়ক কর্মশালা” তে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা দিতে গিয়ে তিনি এই কথা বলেন।

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে উল্লেখ করে জাহিদুর রহমান বলেন, একটা শ্রেণী এমন ভাবে প্রচার করছে যেনো জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কারোই হাত থাকবে না। কিন্তু বাস্তবতা হলো আমরা ক্ষমতায় এলে সালমান এফ রহমানের মত চোরের চুরির অপরাধে হাত কাটা হবে। কিন্তু কেউ যদি জীবন বাঁচাতে সামান্য চুরি করে তার হাত কাটার বিধান ইসলামে নাই। তিনি আরও বলেন, অনেকে প্রচার করে জামায়াত ক্ষমতায় আসলে সব নারীদের জোর করে পর্দা করাবে। কিন্তু না, বাস্তবতা হলো জামায়াত ইসলামী ক্ষমতায় এলে এমন পরিবেশ তৈরি হবে যাতে মুসলিম নারীরা নিজ থেকে পর্দার প্রতি আগ্রহী হবে। তিনি উদাহরণ হিসেবে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসেবে নির্বাচিত  ফাতিমা তাসনিম জুমার কথা বলেন, যিনি পূর্বে হিজাব না পড়লেও এখন হিজাব পড়তে শুরু করেছেন।

জাহিদুর রহমান বলেন, জামাতে ইসলামী ক্ষমতায় এলে মায়েরা  মা এর মর্যাদা পাবেন, বোনেরা বোনের মর্যাদা পাবেন। এখানে কেউ নিরাপত্তাহীনতায় ভুগবে না।

তার দল নির্বাচিত হলে তিনি সিংগাইরকে স্যাটেলাইট শহরে রুপান্তরিত করার প্রতিশ্রুতি দেন। একই সাথে সিংগাইরের রাস্তাটি চার লেন করার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেন। একই সাথে তিনি মাদক ও চাঁদাবাজি বন্ধ করতে তার দৃঢ় অবস্থানের করা পুনরব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর এজিএস মহিউদ্দিন খান বলেন, নেতৃত্ব যদি সৎ হয় ও মানবিক হয় তবে সেই নেতৃত্বের মাধ্যমেই কেবল পরিবর্তন সম্ভব। আপনারা এমন লোককেই সংসদের প্রতিনিধিত্ব করার জন্য বেছে নিবেন যার মধ্য এই গুন রয়েছে। আমি বিশ্বাস করি আপনারা জাহিদুর রহমান ভাইয়ের মধ্য সেই গুন দেখতে পান।

কর্মশালায় জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতাকর্মী, জুলাইযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক