শীঘ্রই গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা ঘোষণা করতে পারেন ট্রাম্প
আগামী দুই সপ্তাহের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার জন্য একটি গাজা তদারকি দল এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা ঘোষণা করতে পারেন।
ফ্লোরিডায় ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকের পর থেকেই এই বাহিনী নিয়ে আলোচনা জোরদার হয়েছে। বৈঠকে গাজার ভবিষ্যৎ নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামো নিয়ে বিস্তারিত কথা হয় বলে জানা গেছে।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় কোনো আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করতে হলে অবশ্যই ইসরায়েলের অনুমোদন লাগবে। একই সঙ্গে তারা স্পষ্ট করে দিয়েছেন, এই বাহিনীতে তুরস্ক বা পাকিস্তানের কোনো সেনা অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নেই।
কূটনৈতিক মহলের তথ্য অনুযায়ী, পরিকল্পনাটি মূলত একটি ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী গঠনের দিকেই ঝুঁকছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে কয়েকশ ফিলিস্তিনি সদস্য মিশরে প্রশিক্ষণ নিচ্ছেন, এবং ভবিষ্যতে এই বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হতে পারে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক