
চলতি জানুয়ারি মাসে বেশ ক’টি শৈত্যপ্রবাহ হবে বলে আগে থেকেই আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শীতের প্রকোপে ইতোমধ্যে কাঁপতে শুরু করেছে পুরো দেশ। ধেয়ে আসছে শীতের হিমেল হাওয়া। আগামী সপ্তাহজুড়েই শৈত্যপ্রবাহ চলতে বারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দেশের অর্ধেকের বেশি এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে। কুয়াশা বেশি থাকায় দিনের বেলায় সূর্যের দেখা না-ও পাওয়া যেতে পারে। ফলে শীতের অনুভূতিও বাড়তে পারে। আসন্ন শৈত্যপ্রবাহটি হতে পারে চলতি মৌসুমের দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ।
এ অবস্থায় দেশে গ্রামীণ ও প্রান্তিক জনপদে নিম্ন আয়ের মানুষদের শীতের গরম কাপড়ের পাশাপাশি শীতজনিত রোগের চিকিৎসা সেবাও জরুরী। সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, কর্পোরেট প্রতিষ্ঠানসহ ব্যক্তি পর্যায় থেকেও এসব মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো উচিৎ।