1. Home
  2. বাংলাদেশ
  3. সংস্কার ছাড়াই নির্বাচন হলে গণতন্ত্র নয়, গুন্ডাতন্ত্র কায়েম হবে: মুফতি রেজাউল করীম
সংস্কার ছাড়াই নির্বাচন হলে গণতন্ত্র নয়, গুন্ডাতন্ত্র কায়েম হবে: মুফতি রেজাউল করীম

সংস্কার ছাড়াই নির্বাচন হলে গণতন্ত্র নয়, গুন্ডাতন্ত্র কায়েম হবে: মুফতি রেজাউল করীম

0
  • 2 weeks ago,

বিএনপি যদি এককভাবে ক্ষমতায় আসে, তাহলে দেশে চাঁদাবাজি বাড়বে, গুন্ডাতন্ত্র কায়েম হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, “বিএনপি একা ক্ষমতায় গেলে বাইপাস দিয়ে আওয়ামী লীগ ও ভারত ঢুকবে। তখন আরেকটি প্রতারক জোট জনগণের ঘাড়ে চেপে বসবে।”

সোমবার (৬ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা আয়োজিত এক গণসমাবেশে তিনি  এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, “৩০-৩৫ শতাংশ ভোটে সরকার গঠিত হলেও ৬০-৬৫ শতাংশ ভোট অপচয় হয়। আমরা চাই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন, যাতে প্রতিটি ভোটের মূল্য থাকে। এতে দেশ ফ্যাসিবাদী শাসন ও চাঁদাবাজ মুক্ত হবে।”

তিনি আরও বলেন, “নরসিংদীতে একজন পুলিশ কর্মকর্তা চাঁদাবাজি রুখতে গিয়ে নিজেই মার খেয়েছেন। দৃশ্যমান বিচার বা সংস্কার ছাড়াই নির্বাচন হলে গণতন্ত্র নয়, গুন্ডাতন্ত্র কায়েম হবে। চাঁদাবাজি বাড়বে, আরও মায়ের কোল খালি হবে।”

চরমোনাই পীর পিআর পদ্ধতির গুরুত্ব তুলে ধরে বলেন, “পৃথিবীর ৯১টি দেশে এই পদ্ধতি চালু আছে। যারা বলে ‘পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়’, তারা দেশের রাজনীতি নষ্ট করছে। জনগণ ইসলামের পক্ষে একটি শক্তি চায়—আমরা সেই লক্ষ্যে ইসলামপন্থী দলগুলোকে ঐক্যবদ্ধ করতে কাজ করছি।”

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক