সব আফ্রিকান পণ্যে শূন্য শুল্ক ঘোষণা করল চীন
- 9 hours ago,
এপেক সম্মেলনে প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা দিয়েছেন, আফ্রিকার সব দেশ যারা চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখে, তাদের পণ্যের ওপর থেকে সম্পূর্ণ শুল্ক তুলে নেওয়া হবে।
শি বলেন, “আমরা সমন্বিত উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সই করে এই নীতিটি সব আফ্রিকান দেশের জন্য সম্প্রসারিত করতে প্রস্তুত।”
ইতিমধ্যেই চীন স্বল্পোন্নত আফ্রিকান দেশগুলোকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। এবার এই সুবিধা পুরো আফ্রিকা মহাদেশে ছড়িয়ে দেওয়ার পদক্ষেপ নিচ্ছে বেইজিং।
বিশ্লেষকদের মতে, এই নীতি কার্যকর হলে আফ্রিকার কাঁচামাল, কৃষিপণ্য ও শিল্পজাত পণ্যের রপ্তানিতে নতুন দিগন্ত খুলবে—একইসঙ্গে চীনের জন্যও এটি হবে আরও বৃহৎ ও বৈচিত্র্যময় বাজারে প্রবেশের সুযোগ।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক