1. Home
  2. মতামত
  3. সম্পাদকীয়
  4. সরকার কি দুর্বল হচ্ছে?
সরকার কি দুর্বল হচ্ছে?

সরকার কি দুর্বল হচ্ছে?

0
  • 3 months ago,

জুলাই বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল হলে জাতি পথ হারাবে। চারদিকে এ প্রশ্ন টি বারবার উচ্চারিত হচ্ছে, সরকার কি দুর্বল হচ্ছে নাকি শক্তিশালী হচ্ছে? কিছু বিষয় বিবেচনায় নিলে সরকার শক্তিশালী হচ্ছে। সেটা দৃশ্যমান নয়। যে কারণে দেশের জনসংখ্যার বৃহৎ অংশ মনে করে, এটি একটি দুর্বল সরকার। এমনকি সরকারের পক্ষের শক্তিগুলো মনে করে অন্তর্বর্তী সরকারের ভূমিকা ও পদক্ষেপগুলো আরও শক্তিশালী হওয়া দরকার।

বিশেষ করে ২৪ এর অভ্যুত্থানে পতিত ফ্যাসিবাদীরা আবার মাথাচাড়া দিয়ে ওঠার প্রয়াস খুঁজে পাচ্ছে। বিভিন্ন দাবির নামে ৬ মাসে কয়েকশত আন্দোলন করা হয়েছে। এসব থেকে বের হওয়ার জন্য বা আন্দোলন-ষড়যন্ত্র মোকাবিলার জন্য চিরচারিত পথ অবলম্বন ক্ষতির কারণ হতে পারে। আন্দোলনকারীরা মাঠে নামার আগেই বৃদ্ধিবৃত্তিক উপায়ে তা মোকাবিলা করতে হবে।

সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠন জরুরী। কিছু উপদেষ্টা বাদ দিয়ে কিছু নতুন সংযোজন করা প্রয়োজন।আবারও লিখছি, সরকার ব্যর্থ হলে জাতি পথ হারাবে।