
জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত মতামতে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আপত্তি জানিয়েছে এবি পার্টি। সোমবার পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক ও ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলির সমন্বয়ে একটি টিম সোমবার কমিশনে এই লিখিত মতামত জমা দেয়।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. আলী রীয়াজ, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এ লিখিত মতামত গ্রহণ করেন।
কমিশনের প্রস্তাবিত ১৬৬ প্রস্তাবের মধ্যে ১০৮টি বিষয়ে একমত, ৩২টি বিষয়ে দ্বিমত এবং ২৬ টি বিষয়ে আংশিক একমত পোষণ করে করে এবি পার্টি।
এছাড়া প্রাদেশিক শাসন ব্যবস্থায় দ্বিমত, সংবিধানের সংশোধনী উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অনুমোদন এবং গণভোটের বিধানকে সমর্থন এবং প্রার্থীর বয়সসীমা ২১-এর পক্ষে মত দিয়েছে দলটি।
এ সময় এবি পার্টির পক্ষে আরও উপস্থিত ছিলেন পার্টি’র সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সহকারী দফতর সম্পাদক অ্যাডভোকেট শরণ চৌধুরী ও সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক।
নিউজ টুডে বিডি/জাতীয় ডেস্ক