
শ্রীলঙ্কায় চলছে এশিয়া কাপ। পাল্লেকেলেতে ব্যাটিং করছে সাকিব বাহিনী। আর তাদের উৎসাহ যোগাতে দশর্ক সারিতে আছেন গায়ক আসিফ আকবর। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় শুরু হয়েছে ম্যাচটি।
আসিফ আকবর নিজের ফেসবুকে লিখেছেন, “নীল আর সবুজাভ পানির ঢেউ আছড়ে পড়ছে শহর রক্ষা বাঁধে, ধবধবে সাদা ফেনিল সমুদ্রের পাশ দিয়ে ছুটে চলছে ট্রেন। আমরা একটু পর রওনা দিবো ক্যান্ডির পাল্লেকেল্লে স্টেডিয়ামের উদ্দেশ্যে। সেখানে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০২৩ আসরের বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে ম্যাচ।
কলম্বোতে ভোর থেকেই ঝুম বৃষ্টি। আবহাওয়া রিপোর্ট অনুযায়ী ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৯৩%। তবুও আমরা Hello SuperStars টিম রওনা দিচ্ছি সাকিব বাহিনীকে উৎসাহ যোগাতে।”
তিনি আরও লেখেন, “শান্ত স্নিগ্ধ কলম্বোর পরিবেশে আমরা মুগ্ধ। সব ঠিক থাকলে দেখা হবে মাঠে। স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের আশা নিয়েই রওনা দিচ্ছি কলম্বো থেকে চারঘন্টার দূরত্বের ঐতিহাসিক এবং নৈস্বর্গিক পরিবেশের শহর ক্যান্ডিতে। ভালবাসা অবিরাম।”