1. Home
  2. খেলা
  3. ক্রিকেট
  4. সাকিব প্রসঙ্গে মির্জা ফখরুল
সাকিব প্রসঙ্গে মির্জা ফখরুল

সাকিব প্রসঙ্গে মির্জা ফখরুল

0
  • 5 hours ago,

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি দেখতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির কিছু অংশ মাঠে বসে উপভোগ করেছেন তিনি|

এসময় একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক এবং বাংলাদেশ ক্রিকেটের নানাদিক নিয়ে আলাপ করেন সিনিয়র এই নেতা|

সাক্ষাৎকারের এক পর্যায়ে উঠে আসে গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে ফিরতে না পারা ক্রিকেটার সাকিব আল হাসান প্রসঙ্গও|

মির্জা ফখরুলকে জিজ্ঞেস করেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে সাকিব আল হাসান আবার জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কি না?

জবাবে এই বিএনপি মহাসচিব বলেন, ‘সেটা সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। আর সে তখন ক্রিকেটে থাকবে কিনা তার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য, সে অবশ্যই আসবে|’

মির্জা ফখরুলের কাছে তার প্রিয় ক্রিকেটারের সম্পর্কেও জানতে চাওয়া হয়। তার জবাবে বিএনপির নেতা জানান, তার পছন্দ মুশফিকুর রহিম। কাকতালীয়ভাবে এদিন খেলা দেখতে ছেলেকে নিয়ে মিরপুরের মাঠে হাজির হয়েছিলেন মুশফিকও|

কথা প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, ক্রিকেটের সঙ্গে কত গভীর সম্পর্ক তার। নিজেও একসময় খেলেছেন ক্রিকেট। এমনকি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্যও|

সাকিব আল হাসান গেল বছরের মাঝামাঝি সময় থেকে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন। গেল বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে নীরব ভূমিকা এবং আওয়ামী লীগ সংশ্লিষ্টতার জন্য ব্যাপক সমালোচিত হন তিনি|

এরপর জাতীয় দলের পাকিস্তান এবং ভারত সফরে খেললেও দেশের মাটিতে সাকিবের আর খেলা হয়নি । এর মধ্যে জুলাই অভ্যুত্থান চলাকালে গার্মেন্টস কর্মী রুবেল হত্যার দায়ে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। এছাড়া সাকিবের নাম এসেছে আর্থিক কেলেঙ্কারির বেশকিছু অভিযোগেও|

নিউজ টুডে বিডি/ডেস্ক