1. Home
  2. শিক্ষা
  3. পরীক্ষা
  4. সাত কলেজের ৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষার সময় পরিবর্তন
সাত কলেজের ৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষার সময় পরিবর্তন

সাত কলেজের ৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষার সময় পরিবর্তন

0
  • 2 months ago,

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের পাঁচ শিক্ষাবর্ষের চলমান চূড়ান্ত পরীক্ষার সময়ে পরিবর্তন আনা হয়েছে। শনিবার সাত কলেজের ফোকাল পয়েন্ট ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ১ মার্চ থেকে রোজা শুরু হবে। সেজন্য শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এরই মধ্যে সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও নতুন সময় প্রকাশ করা হয়েছে। সময় পরিবর্তনের বিষয়টি এরই মধ্যে প্রতিটি পরীক্ষার কক্ষে নোটিশ দিয়ে জানানো হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকেও বিজ্ঞপ্তি দিয়ে নতুন সময় প্রকাশ করা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা কলেজের অধ্যক্ষের সুপারিশের পরিপ্রেক্ষিতে রোজা উপলক্ষ্যে ১ মার্চ থেকে অধিভুক্ত সরকারি সাত কলেজের চলমান নিম্নলিখিত পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়ের পরিবর্তে সকাল ১০টা থেকে শুরু হবে।

এছাড়া পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষেই পরীক্ষার্থীদের সময় পরিবর্তনের বিষয়টি জানানোর জন্যও বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

নিউজ টুডে, ঢাকা

সাবস্ক্রাইব করুন নিউজ টুডের ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/@NewsToday-bd