1. Home
  2. ছবি
  3. আন্তর্জাতিক
  4. সাত চীনা নাগরিককে মানবপাচারের দায়ে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দ. আফ্রিকা
সাত চীনা নাগরিককে মানবপাচারের দায়ে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দ. আফ্রিকা

সাত চীনা নাগরিককে মানবপাচারের দায়ে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দ. আফ্রিকা

0
  • 2 months ago,

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ হাই কোর্ট সাতজন চীনা নাগরিককে মানবপাচার ও জোরপূর্বক শ্রম পরিচালনার দায়ে প্রতিজনকে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে।

আদালত জানায়, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে তারা মোট ৯১ জন মালাউই নাগরিককে, যার মধ্যে ৩৭ জন শিশু, দক্ষিণ আফ্রিকায় পাচার করে।

ভুক্তভোগীদের জোহানেসবার্গের ভিলেজ ডিপ এলাকায় একটি তুলার কারখানায় অমানবিকভাবে কাজ করানো হতো।

তাদের প্রতিদিন ১১ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হতো, সশস্ত্র প্রহরার নিচে রাখা হতো এবং কোনো ধরনের পারিশ্রমিক দেওয়া হতো না।

ঘটনাটি প্রকাশ্যে আসে ২০১৯ সালে এক ভুক্তভোগীর পালিয়ে আসার পর, যার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এই মানবপাচার চক্রটি উন্মোচন করে।

নিউজ টুডে বিডি/নিউক ডেস্ক