1. Home
  2. শিক্ষা
  3. উচ্চশিক্ষা
  4. সাময়িক ভাবে বন্ধ জাকসুর ভোট গণনার কাজ, চলছে জরুরি সভা
সাময়িক ভাবে বন্ধ জাকসুর ভোট গণনার কাজ, চলছে জরুরি সভা

সাময়িক ভাবে বন্ধ জাকসুর ভোট গণনার কাজ, চলছে জরুরি সভা

0
  • 4 hours ago,

আপাতত বন্ধ রয়েছে জাকসু নির্বাচনের ভোট গণনার কার্যক্রম। ওএমআর নাকি ম্যানুয়াল, কোন পদ্ধতিতে ভোট গণনা হবে তা নিয়ে রির্টানিং অফিসারদের জরুরি সভা চলছে। জরুরি এ সভা শেষে জানানো হবে সিদ্ধান্ত। ওএমআর পদ্ধতিতে গোনা না হলে, বাকি ৩টি হলের গণনার কাজ বন্ধ থাকবে। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা নিয়ে ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থী এবং পদপ্রার্থীরাও।

এর আগে, গতকাল সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওএমআর পদ্ধতিতে গণনার কথা থাকলেও ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের আপত্তিতে তা ম্যানুয়ালি করা হয়।

এ কারণে নির্বাচনের প্রায় ২০ ঘণ্টা বেরিয়ে গেলেও হল সংসদের ভোট গণনা শেষ করতে পারেনি নির্বাচন কমিশন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক