1. Home
  2. বিশ্ব
  3. সিরিয়ায় ইসরায়েলের প্যারাট্রুপার অভিযান ও বিমান হামলা
সিরিয়ায় ইসরায়েলের প্যারাট্রুপার অভিযান ও বিমান হামলা

সিরিয়ায় ইসরায়েলের প্যারাট্রুপার অভিযান ও বিমান হামলা

0
  • 2 weeks ago,

আল জাজিরা জানিয়েছে দামেস্কের কিসওয়া এলাকায় একটি সামরিক ব্যারাকে ইসরায়েলি সেনারা প্যারাট্রুপার অভিযান চালায়।

এই অভিযান দুই ঘণ্টারও বেশি সময় ধরে পরিচালিত হয়েছে। প্রায় একডজন ইসরায়েলি সৈন্য ও অনেক গোয়েন্দা সরঞ্জাম মোতায়েন করা হয়েছিলো। এই অভিযানে ৪টি ইসরায়েলি হেলিকপ্টার এ অভিযানে অংশ নেয়।

তবে এ সময় ইসরায়েলি বাহিনী ও সিরিয়ার সেনাদের মধ্যে কোনো সংঘর্ষ ঘটেনি।

এর বাইরেও গতকাল সকাল থেকে ইসরায়েলি বাহিনী সিরিয়ার বিভিন্ন স্থানে বেশ কিছু অভিযান চালিয়েছে।

সামরিক সূত্রের তথ্যমতে—

১. দক্ষিণ দামেস্কের বেইত জিন্নে অগ্রসর হয়েছে।

২. দক্ষিণ সিরিয়ার কুনেইত্রায় অগ্রসর হয়েছে।

৩. আল-কিসওয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে।

৪. সুয়াইদায় এয়ারড্রপ পরিচালনা করেছে।

৫. আবারও দামেস্ক গ্রামীণ অঞ্চলের আল-কিসওয়ায় এয়ারড্রপ চালিয়েছে।

গত ২৬ আগস্ট দামেস্কের দক্ষিণে জাবাল আল-মানি’ এলাকায় সিরিয়ার সেনারা কিছু মনিটরিং ও লুকানো গোয়েন্দা যন্ত্রপাতি খুঁজে পায়। সিরিয়ার সেনাবাহিনী যখন ওই নজরদারির যন্ত্রগুলো জব্দ করছিলো, তখনই সেখানে ইসরায়েল বিমান হামলা চালায়।

বিশ্লেষকরা ধারণা করছেন ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলাগুলো তাদের গোয়েন্দা যন্ত্রপাতি ধরা খাওয়ার পরে তা যেনো সিরিয়ার সরকার না নিতে পারে, তাই এইসব হামলা চালিয়েছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক