1. Home
  2. বিশ্ব
  3. সিরিয়ায় ইসরায়েলের ভূমিকা স্বাভাবিকীকরণকে আরও দূরে ঠেলে দিচ্ছে: সৌদি আরব
সিরিয়ায় ইসরায়েলের ভূমিকা স্বাভাবিকীকরণকে আরও দূরে ঠেলে দিচ্ছে: সৌদি আরব

সিরিয়ায় ইসরায়েলের ভূমিকা স্বাভাবিকীকরণকে আরও দূরে ঠেলে দিচ্ছে: সৌদি আরব

0
  • 3 weeks ago,

সৌদি আরব সতর্ক করে জানিয়েছে, সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ রিয়াদ ও তেল আবিবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দিচ্ছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে জানিয়েছে— সিরিয়ায় ইসরায়েলের হস্তক্ষেপ দেশটির স্থিতিশীলতা নষ্ট করছে এবং এতে এমন বার্তা যাচ্ছে যে, ইসরায়েল একটি ঐক্যবদ্ধ ও স্থিতিশীল সিরিয়া চায় না।

রিয়াদের মতে, সিরিয়ায় যদি পরিস্থিতি শান্ত করার মত এমন কোনো নিরাপত্তা ব্যবস্থা গড়ে না ওঠে, তাহলে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনা আরও কমে যাবে।

সৌদি কর্মকর্তারা মনে করছেন, আঞ্চলিক স্থিতিশীলতা ছাড়া কূটনৈতিক অগ্রগতি সম্ভব নয়, আর সিরিয়ায় চলমান উত্তেজনা সেই স্থিতিশীলতার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক