1. Home
  2. বিশ্ব
  3. সিরিয়া সরকার ও SDF-এর মধ্যে যুদ্ধবিরতি ও পূর্ণ একীভূতকরণ চুক্তি স্বাক্ষর
সিরিয়া সরকার ও SDF-এর মধ্যে যুদ্ধবিরতি ও পূর্ণ একীভূতকরণ চুক্তি স্বাক্ষর

সিরিয়া সরকার ও SDF-এর মধ্যে যুদ্ধবিরতি ও পূর্ণ একীভূতকরণ চুক্তি স্বাক্ষর

0
  • 1 week ago,

১৮ জানুয়ারি ২০২৬ থেকে সিরিয়ান সরকার ও যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন YPG/SDF-এর মধ্যে সব ফ্রন্টে তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

প্রেসিডেন্ট আহমাদ আল-শারা যুদ্ধবিরতি চুক্তি এবং এসডিএফ (SDF)-কে সিরিয়ান রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পূর্ণভাবে একীভূত করার চুক্তিতে স্বাক্ষর করেছেন।

এই চুক্তিতে সিরিয়ান সরকার এসডিএফ নিয়ন্ত্রিত অঞ্চলের সব সীমান্ত ক্রসিং এবং তেল ও গ্যাস ক্ষেত্রের পূর্ণ নিয়ন্ত্রণ নেবে, এবং এগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত সরকারি বাহিনী মোতায়েন করবে, যাতে এই সম্পদগুলো আবার সিরিয়ান রাষ্ট্রের অধীনে ফিরে আসে।

চুক্তির মূল দিকগুলো হলো:

১. সব যুদ্ধক্ষেত্রে অবিলম্বে ও পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হবে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে SDF-এর সব সামরিক ইউনিট ফোরাত নদীর পূর্বে প্রত্যাহার ও পুনঃমোতায়েন করা হবে।

২. দেইর ইজ-জোর ও রাক্কা প্রদেশের পূর্ণ প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ সিরিয়া সরকারের কাছে হস্তান্তর করা হবে। সব বেসামরিক প্রতিষ্ঠান রাষ্ট্রের অধীনে যাবে এবং বর্তমান কর্মীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্থায়ীকরণের জন্য ডিক্রি জারি হবে।

৩. হাসাকা প্রদেশের সব বেসামরিক প্রশাসন ও প্রতিষ্ঠান সিরিয়ার রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত করা হবে।

৪. সব সীমান্ত ক্রসিং, তেলক্ষেত্র ও গ্যাসক্ষেত্রের নিয়ন্ত্রণ সিরিয়া সরকার গ্রহণ করবে। সিরিয়ার নিয়মিত বাহিনী নিরাপত্তা নিশ্চিত করবে এবং কুর্দি অধ্যুষিত এলাকার বিশেষ পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে।

৫. SDF-এর সব সামরিক ও নিরাপত্তা সদস্যকে পৃথকভাবে যাচাই (vetting) শেষে সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করা হবে। তাদের সামরিক পদমর্যাদা, বেতন ও লজিস্টিক সুবিধা দেওয়া হবে।

৬. SDF নেতৃত্ব প্রতিশ্রুতি দিয়েছে যে সাবেক (আসাদ) শাসনামলের অবশিষ্ট সদস্যদের তারা দলে নেবে না এবং উত্তর-পূর্ব সিরিয়ায় থাকা এমন কর্মকর্তাদের তালিকা সরকারকে সরবরাহ করবে।

৭. রাজনৈতিক অংশগ্রহণ ও স্থানীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাষ্ট্রপতির ডিক্রির মাধ্যমে হাসাকা প্রদেশের গভর্নর নিয়োগ দেওয়া হবে।

৮. কোবানি (আইন আল-আরব) শহর থেকে ভারী সামরিক উপস্থিতি প্রত্যাহার করা হবে। শহরের বাসিন্দাদের নিয়ে একটি নিরাপত্তা বাহিনী গঠন করা হবে, যা প্রশাসনিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকবে।

৯. ISIS বন্দি ও শিবির সংক্রান্ত প্রশাসন এবং নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণভাবে সিরিয়া সরকার গ্রহণ করবে, যাতে আইনগত ও নিরাপত্তা দায় রাষ্ট্র বহন করে।

১০. জাতীয় অংশীদারিত্ব নিশ্চিত করতে SDF প্রস্তাবিত তালিকা অনুযায়ী কেন্দ্রীয় রাষ্ট্র কাঠামোতে উচ্চপদস্থ সামরিক, নিরাপত্তা ও বেসামরিক নিয়োগ দেওয়া হবে।

১১. ২০২৬ সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ নং–১৩-কে স্বাগত জানানো হয়েছে, যেখানে কুর্দি সাংস্কৃতিক ও ভাষাগত অধিকার স্বীকৃতি, নাগরিকত্বহীনদের সমস্যা এবং পুরনো সম্পত্তি-সংক্রান্ত দাবির সমাধানের কথা বলা হয়েছে।

১২. SDF সিরিয়ার বাইরে থেকে আসা সব অ-সিরীয় PKK নেতা ও সদস্যদের দেশ থেকে অপসারণে সম্মত হয়েছে, যাতে সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকে।

১৩. সিরিয়া সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ে আন্তর্জাতিক জোটের সক্রিয় সদস্য হিসেবে ISIS এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

১৪. আফরিন ও শেখ মাকসুদ এলাকার বাসিন্দাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের বিষয়ে সমঝোতার লক্ষ্যে কাজ করা হবে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক