1. Home
  2. ছবি
  3. আন্তর্জাতিক
  4. সুদানে কলেরার প্রকোপ বাড়ছেই
সুদানে কলেরার প্রকোপ বাড়ছেই

সুদানে কলেরার প্রকোপ বাড়ছেই

0
  • 5 hours ago,

সুদানে ভয়াবহ কলেরা প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যেখানে এখন পর্যন্ত  ১ লাখেও বেশী মানুষ আক্রান্ত হয়েছে এবং ২,৪৭০ জনের মৃত্যু ঘটেছে।

এই প্রাদুর্ভাব সবচেয়ে বেশি তীব্র আকার ধারণ করেছে দারফুর অঞ্চল এবং বাস্তুচ্যুত মানুষের ক্যাম্পগুলোতে।

সুদানে কলেরা আক্রান্তের সংখ্যা বাড়ছে, যা মূলত নিরাপদ পানির অভাব এবং দূষিত জলের ব্যবহারের কারণে ঘটছে, যা শিশুদের মৃত্যুর প্রধান কারণ। ইউনিসেফ-এর তথ্য অনুযায়ী, দক্ষিণ সুদানের জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের নিরাপদ পানির অভাব রয়েছে এবং তারা কলেরা ও ডায়রিয়ার মতো জলবাহিত রোগের ঝুঁকিতে রয়েছে। 

সংকটের কারণ:

নিরাপদ পানির অভাব:
দক্ষিণ সুদানের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত, যার ফলে তাদের নোংরা পানি পান করতে বাধ্য হতে হয়। 

দূষিত জল:
দূষিত জল সরবরাহ এবং খোলা জায়গায় থাকা জলের উৎস কলেরা ছড়ানোর প্রধান কারণ। 

স্বাস্থ্যবিধি ব্যবস্থার অভাব:
স্যানিটেশন ব্যবস্থার অপর্যাপ্ততাও এই রোগের বিস্তার ঘটাচ্ছে।

জনসংখ্যার ঘনত্ব:
শহরাঞ্চলে স্থানান্তরিত মানুষেরা জল এবং স্যানিটেশন ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করছে।

এর সাথে সাম্প্রতিক  RSF (Rapid Support Forces) বাহিনীর ধারাবাহিক আক্রমণ, ধ্বংসযজ্ঞের কারনে স্বাস্থ্য অবকাঠামো ও হাসপাতাল ধ্বংস হয়ে যায়। বহু মানুষ বাস্তুচ্যুতি হয়ে অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে শুরু করে। অন্য দিকে সাম্প্রতিক সময়ের বন্যার কারনে কলেরার জীবানু দ্রুত ছড়িয়ে পরে।

যদিও এই পরিস্থিতি মোকাবিলায় ইউনিসেফ (UNICEF) দক্ষিণ সুদানে পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি (Wash) সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু RSF-এর হামলা পরিস্থিতিকে ভয়াবহভাবে জটিল করে তুলছে। কারণ RSF এর হামলার ফলে উপযুক্ত ওষুধ এবং পানি কোনোটাই যথাযথ ভাবে সরবরাহ করা যাচ্ছে না।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক