সোমালিল্যান্ডে ইসরায়েলি উপস্থিতিকে ‘সামরিক লক্ষ্যবস্তু’ ঘোষণা করল হুতি
ইয়েমেনের আনসারুল্লাহ (হুতি) আন্দোলনের প্রধান সাইয়্যেদ আব্দুল মালিক আল-হুতি ঘোষণা করেছেন যে, সোমালিল্যান্ডে ইসরায়েলের যেকোনো ধরনের উপস্থিতি বা সম্পদকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।
সম্প্রতি ইসরায়েল কর্তৃক সোমালিল্যান্ডকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন।
হুতি নেতা স্পষ্ট করে বলেছেন, সোমালিল্যান্ডকে ইসরায়েলি শত্রুভাবাপন্ন শক্তির ঘাঁটি হতে দেওয়া হবে না, কারণ এটি সোমালিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন এবং লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।
তিনি আরও জানান, সোমালিয়ার নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় হুতিরা সোমালি জনগণের পাশে থাকবে এবং এই অঞ্চলে ইসরায়েলের যেকোনো সম্প্রসারণবাদী পদক্ষেপের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক