
সৌদি আরব এবং পাকিস্তান পারস্পরিক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে । পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের এই চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ের সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।
এসময় সৌদি আরবের সঙ্গে ভারতের গভীর কৌশলগত অংশীদারিত্বের কথাও তিনি তুলে ধরেন। জয়সওয়াল বলেন, নয়াদিল্লি আশা করে, রিয়াদ পারস্পরিক স্বার্থ এবং সংবেদনশীলতাগুলো মনে রাখবে।
প্রতিরক্ষা চুক্তির বিষয়ে তিনি বলেন, আমরা সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সইয়ের খবর দেখেছি। আমাদের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য এই চুক্তির প্রভাবগুলো বিবেচনা করা হবে।
এর আগে, বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের জাতীয় স্বার্থ রক্ষা এবং সকল ক্ষেত্রে সার্বিক জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার সকল পদক্ষেপ নেবে।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রাষ্ট্রদূত শাফাকত আলী খান জানিয়েছেন, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং এর মাধ্যমে অন্য কোনো দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার উদ্দেশ্য নেই।
গত বুধবার সৌদি-পাকিস্তানের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি সই হয়। এরপরই তোলপাড় চলছে বিশ্বজুড়ে। চুক্তি অনুযায়ী, উভয় দেশের ওপর যে কোনো আক্রমণকে ‘উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন’ হিসেবে বিবেচনা করা হবে এবং এর বিরুদ্ধে দুই দেশই একসঙ্গে মোকাবেলা করবে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক