1. Home
  2. খেলা
  3. ফুটবল
  4. স্বাধীনতা দিবসে অন্য বিজয়ের খোঁজে বাংলাদেশ
স্বাধীনতা দিবসে অন্য বিজয়ের খোঁজে বাংলাদেশ

স্বাধীনতা দিবসে অন্য বিজয়ের খোঁজে বাংলাদেশ

0
  • 1 year ago,

ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের লড়াইটা ছিল সবদিক থেকেই অসমান। শক্তি-সামর্থ্য, অতীত পরিসংখ্যান, মুখোমুখি লড়াই, র‌্যাঙ্কিংয়ের হিসাব-নিকাশ; সবদিক থেকেই পিছিয়ে ছিল জামাল-তপুরা। যেটার প্রমাণও পাওয়া গেল কুয়েতের মাঠে। বাংলাদেশকে পুরোপুরি বিধ্বস্ত করে দিল ফিলিস্তিন। মাত্র ১০ মিনিটের ঝড়েই লণ্ডভণ্ড হয়ে গেল তপু-বিশ্বনাথদের ডিফেন্সলাইন। বাংলাদেশ হারল ৫-০ গোলের ব্যবধানে।

বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচে আগামীকাল ফিলিস্তিনকে আতিথ্য দেবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ফিলিস্তিন। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

মাত্র ৪ দিন আগে বিধ্বস্ত হওয়া ফিলিস্তিনের বিপক্ষে কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ? সেটা অন্তত সহজ হওয়ারও কথা নয়। তবে খেলাটা বসুন্ধরা কিংস অ্যারেনায় বলে কিছুটা আশা করাই যায়। আর সেটার রশদও জোগায় অতীত পরিসংখ্যান। আন্তর্জাতিক ম্যাচে এ মাঠে অপ্রতিরোধ্য বাংলাদেশ। লাল-সবুজের জার্সিধারীদের হারাতে পারেনি কেউই।

বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলের হার হজম করে, গত নভেম্বরে এখানেই লেবাননের বিপক্ষে মাঠে নেমেছিল হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। সে ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও মোরসালিনের গোলে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা লেবাননকে রুখে দিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশকে আশা দেখাতে পারে হোম কন্ডিশনের ক্রাউড। বসুন্ধরা কিংস অ্যারেনায় জামাল-তপুদের ম্যাচে গ্যালারি ভরে যায় লাল-সবুজের জার্সিতে। বাংলাদেশের ফুটবল গুণ্ডাদের (ফুটবল আল্ট্রাস) বাংলাদেশ, বাংলাদেশ চিৎকারে ভয় ঢুকে যায় প্রতিপক্ষ খেলোয়াড়দের হৃদয়ে।

তবে এই ম্যাচে সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে বাংলাদেশের স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনেই স্বাধীনতার ঘোষণা এসেছিল বাংলাদেশের। এই দিনে দাঁড়িয়ে আরেকটি বিজয়ের খোঁজে বাংলাদেশ। ফিলিস্তিনকে হারিয়ে সেটাই করতে চায় বাংলাদেশ দল। এই ম্যাচকে ঘিরে বসুন্ধরা কিংস অ্যারেনাও সাজবে নতুন সাজে।

প্রথম ম্যাচে বাংলাদেশ হারলেও চোখে চোখ রেখে লড়াই করেছিল প্রথম ৪০ মিনিট। এরপর এক গোলেই মানসিকভাবে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। সেই গোলের পর থেকেই বাংলাদেশের ডিফেন্স লাইনে দেখা মেলে ভুলের ছড়াছড়ি। যে কারণে ফিলিস্তিনও পায় সহজ জয়।

ম্যাচ শেষে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা বলেছিলেন, এই ম্যাচের ভুলগুলো খুঁজে বের করে সামনের ম্যাচ নিয়ে চিন্তা করতে চান তিনি। কুয়েত থেকে ফিরে ট্রেনিং সেশনেও মনোযোগ দিয়েছেন সেই দিকেই।

ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম জানিয়েছেন, এ ম্যাচে কুয়েতের স্মৃতি ভুলে ফিলিস্তিনকে রুখে দিয়ে জয়ে ফিরতে চায় বাংলাদেশ। আজ বাংলাদেশের দর্শকরাও বুক বাঁধতে চান সেই আশায়।