
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতিতে গতকাল রোববার রাত সাড়ে ৯টায় অনলাইনে জরুরি সিন্ডিকেট সভা করে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আজ সকাল সাড়ে ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। ফলে হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা।
এদিকে ক্যাম্পাসে বহিরাগতদের হামলার ঘটনায় ভিসিসহ শিক্ষকদের পদত্যাগ দাবিতে রাতভর ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চলমান কম্বাইন্ড ডিগ্রি আন্দোলনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভা শিল্পাচার্য্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত হয় যে, পূর্বের মতোই বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি এবং ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির পাশাপাশি কম্বাইন্ড ডিগ্রিও চালু থাকবে।আন্দোলনরত শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে তারা উপাচার্যসহ প্রায় ২৫০ জন শিক্ষককে প্রায় ৭ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। পরে রাতে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে তালা ভেঙ্গে ভিসিসহ শিক্ষকদের বের করে আনেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে উভয়পক্ষের মধ্যে ধাওযা পাল্টা ধাওযায় ক্যাম্পাস রণক্ষেত্র পরিণত হয়। দু পক্ষের সংঘর্ষে রাতের আধারে দ্বিগ্বিদিক ছুটোছুটিতে সাংবাদিক ও এক ছাত্রীসহ আহত হয় বেশ কয়েকজন।
এঘটনায় রাতেই কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল পরবর্তী উদ্ভুত পরিস্থিতিতে জরুরী সিন্ডিকেট সভার সিদ্ধান্ত নিয়ে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে এবং ছাত্র-ছাত্রীদের আজ সকাল ৯ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক