ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের সময়সীমার মধ্যেই শেষ হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এই ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে চিহ্নিত করে তাদের নাম প্রকাশ করা হবে।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাবিষয়ক কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদি হত্যাকাণ্ডের তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধী ও তাদের পেছনের মদদদাতাদের শনাক্ত করতে আপাতত সব তথ্য প্রকাশ করা যাচ্ছে না। সঠিক সময়েই জড়িত সবার পরিচয় জনসম্মুখে আনা হবে বলে তিনি জানান।

রাজনৈতিক দলগুলোর প্রতি সতর্কবার্তা
বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতা-কর্মীর ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যাচাই ছাড়াই ফ্যাসিস্টের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের দলে অন্তর্ভুক্ত করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তিনি রাজনৈতিক নেতৃত্বকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, দলের ভেতরে লুকিয়ে থাকা সুযোগসন্ধানী ও সুবিধাবাদীদের চিহ্নিত করে তাদের থেকে দূরে থাকতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শও দেন তিনি।
১০ দিনের মধ্যে অভিযোগপত্র
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জুলাই গণ–অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। পুলিশ, বিজিবি, র্যাবসহ একাধিক গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে তদন্ত চালাচ্ছে।
তিনি বলেন, আগামী ১০ দিনের মধ্যে এ মামলার অভিযোগপত্র দাখিল করা সম্ভব হবে। এ সময় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, খুব শিগগিরই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম-ঠিকানাসহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, বিচারপ্রক্রিয়া ব্যাহত করতে একটি মহল ধারাবাহিকভাবে তৎপরতা চালাচ্ছে। এ কারণে এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি, যা অপরাধীদের শক্তিশালী করতে পারে বা বিচারকে বিলম্বিত করতে পারে।