
হিজবুল্লাহ নিরস্ত্র হলে ইসরাইলের করদ রাজ্য হবে লেবানন: কেভর্ক আলমাসিয়ান
লেবাননের মন্ত্রিসভা হিজবুল্লাহকে নিরস্ত্র করার মার্কিন প্রস্তাবে সম্মতি দিয়েছে। শিয়া এই সশস্ত্র গোষ্ঠী একসময় দেশকে স্থায়ী ইসরাইলি দখল থেকে রক্ষা করেছিল এবং একাধিকবার ইসরাইলি বাহিনীকে অপদস্থ করেছে। তবে হিজবুল্লাহর অবস্থান স্পষ্ট— তারা ইসরাইল পুরোপুরি সরে না যাওয়া এবং প্রায় প্রতিদিনের হামলা বন্ধ না করা পর্যন্ত নিরস্ত্র হবে না।
স্বাধীন ভূরাজনৈতিক বিশ্লেষক কেভর্ক আলমাসিয়ান সতর্ক করে বলেছেন, এখন হিজবুল্লাহকে নিরস্ত্র করলে লেবানন শুধু দক্ষিণের আক্রমণাত্মক প্রতিবেশীর করুণায় নয়, বরং জঙ্গি গোষ্ঠীরও সহজ টার্গেটে পরিণত হবে।
তার বিশ্লেষণ অনুযায়ী—
১। ২০২৪ সালের নভেম্বরে ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি শুরু হলেও ইসরাইল বোমা হামলা ও স্থল অনুপ্রবেশ বন্ধ করেনি; বরং যুদ্ধবিরতির পর দক্ষিণ লেবাননের ১৩টি এলাকা দখল করেছে, যার মধ্যে আটটিই সম্পূর্ন নতুনভাবে দখল করা হয়েছে।
২। লেবাননের নিয়মিত সেনাবাহিনী জাতিসংঘের অনুমতি থাকলেও ইসরাইলি আগ্রাসন ঠেকাতে ব্যর্থ, অক্ষম ও অনিচ্ছুক।
৩। লেবাননের অধিকাংশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কার্যত বিদেশি প্রভাবাধীন, বিশেষত যুক্তরাষ্ট্রের। ফরে দেশের সার্বভৌমত্ব রক্ষায় অচলাবস্থায় পড়ে যাবে লেবানন।
৪। হিজবুল্লাহ বাস্তবে লেবাননের ‘শেষ প্রতিরক্ষা-বর্ম’, বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য। এটি ভেঙে গেলে দেশটি ইসরাইলি হামলা এবং জঙ্গি গোষ্ঠীর আক্রমণের মুখে অসহায় হয়ে পড়বে—যেমনটি ঘটেছে প্রতিবেশী সিরিয়ার ক্ষেত্রে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ আগস্ট) লেবাননের মন্ত্রিসভা হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে মার্কিন প্রস্তাবের আংশিক অনুমোদন দিয়েছে । সীমান্তে লড়াই বন্ধ এবং ইসরাইলি সেনাদের সরাতে যুক্তরাষ্ট্র যে পূর্ণাঙ্গ রূপরেখা দিয়েছে, তার প্রাথমিক লক্ষ্যগুলো নিয়ে আলোচনা হয়েছে লেবাননের মন্ত্রিসভায়।
নিউজ টুডে বিডি/ নিউজ ডেস্ক