1. Home
  2. ভিডিও
  3. আন্তর্জাতিক
  4. হুথিদের দুর্বল করতে ইসরায়েল-আমিরাত-সৌদির যৌথ পরিকল্পনা
হুথিদের দুর্বল করতে ইসরায়েল-আমিরাত-সৌদির যৌথ পরিকল্পনা

হুথিদের দুর্বল করতে ইসরায়েল-আমিরাত-সৌদির যৌথ পরিকল্পনা

0
  • 6 hours ago,

ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব মিলে ইয়েমেনের হুথি আন্দোলনকে দুর্বল করার নতুন পরিকল্পনা করছে। এই পরিকল্পনায় ব্যবহার করা হবে সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর দল ‘জেনারেল পিপলস কংগ্রেস’ (জিপিসি)। 

দলটি ২০১৭ সালে দুই ভাগে বিভক্ত হয়। একাংশ আমিরাত ও সৌদি আরবের পক্ষে থেকে হুথি-বিরোধী অবস্থান নিয়েছে৷ আরেকাংশ সানায় হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। দলটির প্রভাব এখনো ইয়েমেনের গোত্রপ্রধান, সাবেক সেনা ও রাজনৈতিক নেটওয়ার্কে গভীরভাবে রয়ে গেছে। এই প্রভাবকে কাজে লাগিয়ে গোপনে অনুপ্রবেশ, অন্তর্ঘাত ও গোয়েন্দা কার্যক্রম চালানোর পরিকল্পনা হচ্ছে।

এর নেতৃত্বে আছেন সালেহর দুই ছেলে আহমেদ ও মাদিন। আহমেদ দীর্ঘদিন ধরে আমিরাতের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে, আর মাদিন মারিবে থেকে সেনা ও গোত্রপ্রধানদের সঙ্গে যোগাযোগ রাখছে। সাম্প্রতিক বৈঠকে সানায় এজেন্ট পাঠানোর পথও নির্ধারণ করা হয়েছে।  যা হুথিদের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক