1. Home
  2. প্রযুক্তি
  3. হোয়াটসঅ্যাপ বার্তায় লুকানো থাকে জিপিএস ডেটা
হোয়াটসঅ্যাপ বার্তায় লুকানো থাকে জিপিএস ডেটা

হোয়াটসঅ্যাপ বার্তায় লুকানো থাকে জিপিএস ডেটা

0
  • 1 week ago,

ব্যবহারকারীরা ইচ্ছা করে লোকেশন শেয়ার না করলেও হোয়াটসঅ্যাপ মেসেজে লুকানো থাকতে পারে জিপিএস লোকেশন ডেটা, এমনটাই দাবি করেছেন এক ডিজিটাল ফরেনসিক তদন্তকারী।

এছাড়াও সোশ্যাল মিডিয়া এক্স-এ একটি পোস্টে তিনি বলেন, সে ৩ সেপ্টেম্বর এক পরিচিত ব্যক্তির কাছ থেকে একটি সাধারণ হোয়াটসঅ্যাপ মেসেজ পান। পরবর্তীতে ফরেনসিক বিশ্লেষণের সময় সেই ডিভাইসটি দেখায় মেসেজ পাঠানোর মুহূর্তে প্রেরকের সঠিক অবস্থান নির্ণয় করা সম্ভব হয়েছিল।

তিনি আরও দাবি করেন, যদি কোনো স্মার্টফোনের ফরেনসিক ইমেজিং করা হয়, তবে তৃতীয় পক্ষ প্রাপকের ডিভাইস থেকেই প্রেরকের অবস্থান সংগ্রহ করতে পারে।

সূত্র – আনাদোলু এজেন্সি

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক