1. Home
  2. বাংলাদেশ
  3. পরিবেশ
  4. ১২ জেলায় মৃদু তাপপ্রবাহ, মৌসুমে প্রথম
১২ জেলায় মৃদু তাপপ্রবাহ, মৌসুমে প্রথম

১২ জেলায় মৃদু তাপপ্রবাহ, মৌসুমে প্রথম

0
  • 1 month ago,

ঢাকাসহ দেশের ১২ জেলায় মৃদু তাপপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল রবিবার রাজধানীতে এক দিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মধ্য মার্চে এমন তাপপ্রবাহ কিছুটা অস্বাভাবিক বলেই মনে করছেন তারা। বাতাসের প্রবাহ কমে যাওয়া এবং সূর্যকিরণ দীর্ঘ হওয়ার কারণেই এবার তাপপ্রবাহ বেড়ে গেছে। আবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি। সে কারণে মৃদু তাপপ্রবাহ হলেও গরমের অনুভূতি খানিকটা বেশি হচ্ছে। তাপপ্রবাহের এই ধারা আরও দুই-এক দিন থাকতে পারে।

তাপমাত্রা ও তাপপ্রবাহ

যদি কোনো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ধরা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯.৯ হলে তা মাঝারি তাপপ্রবাহ। তীব্র তাপপ্রবাহ তখন ধরা হয় যখন তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে, ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস।

দেশের আর যেসব স্থানে তাপমাত্রা ৩৬ ডিগ্রি পার হয়েছে, অর্থাৎ মৃদু তাপপ্রবাহ বইছে সেগুলো হলো ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা (ঈশ্বরদী), খুলনা, বাগেরহাট, যশোর, পটুয়াখালী, রাঙ্গামাটি ও চুয়াডাঙ্গা।

নিউজটুডেবিডি/ডেস্ক