
বার্সেলোনার সামনে দেয়াল হয়ে দাড়ালেন তাদেরই সাবেক গোলরক্ষক ইয়াসপের সিলেসেন। তাতে বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত হয়। অন্যদিকে খেলার ধারার বিপরীতে দুই গোল করে স্বাদ পায় পাস পালমাস।
শনিবার অলিম্পিক স্টেডিয়ামে লা লিগার ম্যাচে পাস পালমাসের বিপক্ষে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। গোলশূন্য প্রথমার্ধের পর বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড সান্দ্রো রামিরেসের গোলে এগিয়ে যায় পালমাস। চমৎকার ফিনিশিংয়ে রাফিনহা সমতা টানার একটু পরই জয়সূচক গোলটি করেন ফাবিও সিলভা। ১৯৭১ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম ঘরের মাঠে লীগ ম্যাচে পালমাসের বিপক্ষে হারল বার্সেলোনা। সেবার তাদের মূল মাঠ ক্যাম্প নৌয়ে একই ব্যবধানে জিতেছিল পালমাস।
এবারের আগে বার্সেলোনার মাঠে লিগে ২০ ম্যাচের ১৮টিতেই পালমাস হেরেছিল, ড্র হয়েছিল অন্য দুটি। চলতি আসরে এই নিয়ে লীগে টানা তিন ম্যাচে জয়হীন রইল হান্সি ফ্লিকের দল। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে হারের পর গত রাউন্ডে সেল্টা ভিগোর সঙ্গে তারা ড্র করে ২-২-এ। এরপর চ্যাম্পিয়ন্সলী ব্রেস্তের বিপক্ষে ৩-০ গোলে জিতলেও, ঘরোয়া লিগে ফিরে আরেকটি হারের তেতো স্বাদ পেল তারা।
নিউজ টুডে, ঢাকা
সাবস্ক্রাইব করুন নিউজ টুডের ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/@NewsToday-bd