1. Home
  2. শিক্ষা
  3. পরীক্ষা
  4. ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা হবে জুনে
২০২৪ সালের এইচএসসি পরীক্ষা হবে জুনে

২০২৪ সালের এইচএসসি পরীক্ষা হবে জুনে

0
  • 2 years ago,

আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা জুন মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। আজ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

গতকাল (৪ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, স্বাভাবিক সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা হতো বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা হতো এপ্রিল মাসের শুরুতে। কিন্তু করোনার সংক্রমণের পর থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলোভাবে চলছে। চলতি বছরের এসএসসি পরীক্ষা গত ৩০ এপ্রিল শুরু হয়েছিলো। আর গত ১৭ আগস্ট থেকে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়।