
শ্রীলংকার ক্যান্ডিতে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে জয়ের জন্য ২৬৭ রানের টার্গেট দিয়েছে ভারত। শ্রীলংকা ও পাকিস্তান মিলে আয়োজিত হাইব্রিড মডেলের এশিয়া কাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দী ভারত ও পাকিস্তান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে বিপদেই পড়েন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। নিয়মিত উইকেট হারানোর পরেও হার্দিক পান্ডিয়া (৮৭) ও ইশান কিষাণের (৮২) লড়াকু ইনিংসে ২৬৬ রানের পুঁজি গড়ে রোহিত শর্মা শিবির।
শনিবার (২ সেপ্টেম্বর) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বহুল প্রতিক্ষিত এই ম্যাচের শুরু থেকেই ছিল বৃষ্টির আশঙ্কা। তবে ঠিক সময় মতোই খেলা শুরু হয়েছে। টস জিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ওপেনিংয়ে নামেন দুই ওপেনার রোহিত ও শুভমান। মাত্র ৪ ওভার খেলা শুরু হওয়ার পরই বৃষ্টির হানা দেয়।
প্রথম বৃষ্টি বিরতির পর আফ্রিদির বোলিং তোপে রোহিত-কোহলিরা রীতিমতো চোখে সর্ষে ফুল দেখা শুরু করে। ১১ রানের মাথায় ভারত অধিনায়ককে সরাসরি বোল্ড করেন আফ্রিদি। ওয়ানডাউনে আসা কোহলিও ৪ রানে ফিরে যান ইনসাইড এজে বোল্ড হয়ে। এবারও বোলার সেই আফ্রিদি। কোহলি-রোহিতের পর সাজঘরে ফেরেন আইয়ার। হারিস রউফের শিকার হয়ে ফিরার আগে ৯ বলে ১৪ রান করেন ইনজুরি থেকে ফেরত আসা এই ভারতীয় ব্যাটার। এরপর আবার ম্যাচটিতে বেরসিকের মতো হানা দেয় বৃষ্টি।
আবার খেলা শুরু হলে দলীয় ৬৬ রানে ধুঁকতে থাকা ওপেনার গিলও ফিরে যান বোল্ড হয়ে। ৩২ বলে মাত্র ১০ রান করেন ইনফর্ম এই ওপেনার।
এরপর ভারতের হাল ধরেন হার্দিক ও ইশান। পঞ্চম উইকেট জুটিতে তাদের ১৪০ রানের জুটি তাদেরকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। ২০৪ রানের মাথায় ৮২ রানে আউট হওয়ার আগে ৯টি চার ও ২টি ছক্কা হাঁকান কিষাণ। ৮৭ রান করে আফ্রিদির তৃতীয় শিকারে পরিণত হন হার্দিক। রবীন্দ্র জাদেজাও আফ্রিদির বলে আউট হয়ে ফেরেন ১৪ রানে। শার্দুল ঠাকুরকে ৩ রানে সাজঘরের পথ দেখান নাসিম শাহ। এরপর ইনজুরি থেকে ফেরা বুমরার ঝড়ো ক্যামিওতে ভারত থামে ২৬৬ রানে।
পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি সর্বোচ্চ চারটি এবং হারিস রাউফ ও নাসিম শাহ তিনটি করে উইকেট নেন।