২৮ অক্টোবর ছিলো একটা ট্রেইলর, ফুল মুভিটা প্রদর্শিত হয়েছে হাসিনার পনেরো বছরের দুঃশাসনের মাধ্যমে। ২৮ অক্টোবর তিনি গণতন্ত্রকে হত্যা করেছে এবং ১৫ বছর সেই গণতন্ত্র হত্যার রাজনীতি তিনি টিকিয়ে রেখেছেন।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু আয়োজিত ‘রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে’ আয়োজিত আলোচনা সভায় মানিকগঞ্জ ২ (সিংগাইর- হরিরামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান এ কথা বলেন।
জাহিদুর রহমান আরও বলেন, শেখ হাসিনা বর্বরতার চরম শিখরে উঠিয়েছিলেন তার কর্মীদের। মৃত মানুষের লাশের উপরে তারা যে নৃত্য করেছিলো তার ধারাবাহিকতাই ছিলো পরবর্তী ১৫ বছর। সেই বর্বরতার দৃষ্টান্ত হলো আয়না ঘর, গুম, খুনসহ নানান অপকর্ম।
তিনি বলেন, গণতন্ত্র উদ্ধারের যে যাত্রা ঐদিন শুরু হয়েছিলো, আবু সাইদ – মুগ্ধরা তাদের জীবন দিয়ে সেই যাত্রা সফল করে গেছে। আমরা ২৮ অক্টোবর এর হত্যার প্রতিবাদে ছাত্রদল শিবির একসাথে আন্দোলন করেছি। আমাদের সেই ঐক্য যদি আবার ফিরিয়ে আনতে পারি, তাহলে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবো।
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডবে যে নৃশংস মব ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তারই প্রতিবাদ ও স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু আজ এক আলোচনা সভার আয়োজন করে। ডাকসুর ভিপি সাদিক কাইয়েমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, শিক্ষক নেতা প্রফেসর আতাউর রহমান বিশ্বাস, প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন, জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ, ডাকসুর জিএস ফরহাদ হোসেন, গণঅধিকার নেতা ফারুক হাসান প্রমুখ।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক