1. Home
  2. শিক্ষা
  3. ক্যাম্পাস
  4. ৩৬ ঘণ্টা পার হলেও হয়নি জাকসুর ফল ঘোষণা
৩৬ ঘণ্টা পার হলেও হয়নি জাকসুর ফল ঘোষণা

৩৬ ঘণ্টা পার হলেও হয়নি জাকসুর ফল ঘোষণা

0
  • 2 hours ago,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ৩৬ ঘণ্টা পার হয়েছে। কিন্তু এই দীর্ঘ সময়েও ভোট গণনা শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। শুক্রবার রাত ৮টায় হল সংসদের ভোট গণনা শেষ হয়। ৮টার পর শুরু হয় জাকসুর ভোট গণনা। এতে ২৫টি পদে প্রার্থীদের ভোট গণনা হচ্ছে। এদিকে নির্বাচন কমিশন একাধিকবার ফল ঘোষণার সময় দিয়েও তা রাখতে ব্যর্থ হয়েছে। ভোট গণনায় ধীরগতি এবং ঘোষিত সময়ে ফল প্রকাশ করতে না পারায় প্রার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে নির্বাচন স্থগিত করার চেষ্টা চলছে-এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। ওই খবরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রার্থী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। তারা সিনেট ভবনের নিচে অবস্থান নিয়ে দ্রুত ফল প্রকাশের দাবি জানিয়ে স্লোগান দেন। নির্বাচন বানচাল করার চেষ্টা চালালে আন্দোলনে নামার হুমকিও দেন তারা। ফলাফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীর পল্টনে মিছিল করেছে ছাত্রশিবির।

হাতে ভোট গণনায় দীর্ঘ সময় লেগে যাওয়া এবং একজন শিক্ষিকার মৃত্যুতে এ কার্যক্রমের সঙ্গে যুক্ত কয়েকজন শিক্ষক ক্ষোভ প্রকাশ করেন। একদিকে শিক্ষিকার মৃত্যুতে শোক, অন্যদিকে প্রার্থীদের বিক্ষোভ এবং শিক্ষকদের ক্ষোভের মধ্যে শুক্রবার বিকালে কিছু সময়ের জন্য ভোট গণনা স্থগিত হয়ে যায়। ওই সময়ে ম্যানুয়াল নাকি ওএমআর পদ্ধতিতে গণনা হবে তা নিয়ে সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের মধ্যে বৈঠক হয়। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোহাম্মদ কামরুল আহসান অংশ নেন। ওই বৈঠকের পর আবারও হাতেই ভোট গণনা শুরু হয়।

পরে নির্বাচন স্থগিতের গুঞ্জন উড়িয়ে দেন ভিসি ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, নির্বাচন জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার ছিল। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে সংগ্রাম করেছি, সেটা বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) পর জাকসু নির্বাচন হচ্ছে। এর মাধ্যমেই ২৪-এর গণ-অভ্যুত্থানে যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটা আসলে পরিপূর্ণ হবে। ভোট গণনার সঙ্গে যুক্ত শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আমি বিশ্বাস করি যেই চেতনার জায়গা থেকে আপনারা অতিরিক্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমি ব্যক্তিগতভাবে জাকসু সভাপতি হিসাবে এখানে অবস্থান করছি।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক