
৫ আগস্ট সব পোশাক কারখানা বন্ধ থাকবে
পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সব পোশাকশিল্প কারখানা সাধারণ ছুটি হিসেবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ।
এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করে সমস্ত পোশাক কারখানা বন্ধ রাখতে মালিকদের অনুরোধ জানিয়েছে।
বিজিএমইএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকার প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস” (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে।
উল্লেখ্য, পোশাকশিল্প কারখানাসমূহ বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ১১৮ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর বিধি ১১০ মোতাবেক বছরের শুরুতে ১১ দিন উৎসব ছুটি নির্ধারণ করে থাকে। মন্ত্রিপরিষদ বিভাগ ২ জুলাই ২০২৫ তারিখে একটি প্রজ্ঞাপন জারি করে জানায়, ৫ আগস্ট সারাদেশে সরকারি ছুটি পালন করা হবে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে। ফলে উক্ত ছুটি উৎসব ছুটির অন্তর্ভুক্ত ছিল না। সুতরাং, উক্ত ছুটি প্রদান করা শ্রম আইন অনুযায়ী কারখানাগুলোর জন্য বাধ্যবাধকতা নেই।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তবে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করে ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে সকল পোশাকশিল্প কারখানাসমূহ সাধারণ ছুটি হিসেবে বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।’
মন্ত্রিপরিষদ বিভাগ ২ জুলাই ২০২৫ তারিখে একটি প্রজ্ঞাপন জারি করে জানায়, ৫ আগস্ট সারাদেশে সরকারি ছুটি পালন করা হবে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে। এই ছুটির আওতায় পড়বে সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
নিউজ টুডে বিডি/ নিউজ ডেস্ক