1. Home
  2. স্বাস্থ্য
  3. ডা. কামরুলের বিনামূল্যে কিডনি প্রতিস্থাপনের রেকর্ড
ডা. কামরুলের বিনামূল্যে কিডনি প্রতিস্থাপনের রেকর্ড

ডা. কামরুলের বিনামূল্যে কিডনি প্রতিস্থাপনের রেকর্ড

0
  • 2 years ago,

বিনামূল্যে কিডনি প্রতিস্থাপন করে নতুন রেকর্ড গড়েছেন রাজধানী শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস (সিকেডি) অ্যান্ড ইউরোলজি হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. কামরুল ইসলাম। 

সম্প্রতি প্রতিষ্ঠানটি জানিয়েছে, সিকেডিতে অধ্যাপক ডা. কামরুল ইসলাম ১ হাজার ৪০০ কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছেন। 

nagad

অধ্যাপক ডা. কামরুল ইসলাম বলেন, যুগ যুগ ধরে সিকেডির প্রতি আস্থা রাখায় রোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অধ্যাপক ডা. কামরুল ইসলাম ২০০৭ সালের সেপ্টেম্বর থেকে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করে আসছেন। সাফল্যের হার শতকরা ৯৫ শতাংশ, যা আন্তর্জাতিক পর্যায়ের সমকক্ষ। ২০২৩ সালের ১৫ মার্চ দুপুর ১টায় ১ হাজার ৩০০টি কিডনি প্রতিস্থাপন করেন অধ্যাপক ডা. কামরুল ইসলাম।

এর আগে ২০২২ সালের ১৮ অক্টোবর ১ হাজার ২০০ জন রোগীর কিডনি ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রম সম্পন্ন করেন প্রখ্যাত এই চিকিৎসক। তবে সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে আলোচনায় আসেন ২০২১ সালে বিনা পারিশ্রমিকে এক হাজার কিডনি প্রতিস্থাপনের পর।

অধ্যাপক কামরুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজের কে-৪০ ব্যাচের শিক্ষার্থী। ১৯৯৩ সালে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালের সহকারী অধ্যাপক ছিলেন। 

২০১১ সালে সরকারি চাকরি ছেড়ে প্রতিষ্ঠা করেন সিকেডি হাসপাতাল। চিকিৎসাবিদ্যায় অবদান রাখার জন্য ২০২২ সালে স্বাধীনতা পদক লাভ করেন অধ্যাপক ডা. কামরুল ইসলাম।