1. Home
  2. জলবায়ু
  3. আবহাওয়া
  4. লালমনিরহাটে কনকনে শীতে বিপর্যস্ত সাধারণ মানুষ
লালমনিরহাটে কনকনে শীতে বিপর্যস্ত সাধারণ মানুষ

লালমনিরহাটে কনকনে শীতে বিপর্যস্ত সাধারণ মানুষ

0
  • 1 year ago,

সম্প্রতি ঘন কুয়াশায় আর হীম ঠান্ডায় লালমনিহাটের জনজীবন বিপর্যস্ত। এই ঠান্ডায় বিপাকে পড়েছে শিশু, বৃদ্ধ ও নিম্ন আয়ের মানুষ। ঠান্ডায় দুর্ভোগে পড়েছে তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চলের মানুষেরা।

ভোর থেকেই ঘনকুয়াশায় ঢাকা পড়ছে পুরো এলাকা। মহাসড়ক গুলোতে দিনেরবেলা হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। দুপুর ১২টায়ও সূর্যের দেখা মেলেনি। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডা। এতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। গত দুদিনে হার কাঁপানো শীতে ঘর থেকে বের হতে পারছেন না নিম্ন আয়ের মানুষ। অনেকে খরকুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

অপরদিকে খেটে খাওয়া মানুষ অনেকেই ঘরে বসেই দিন কাটাচ্ছেন। পাশাপাশি কৃষকদের ভুট্টা,আলুর খেতে বিভিন্ন রোগবালাই দেখা দিয়েছে। এতে কৃষকরা হতাশ হয়ে পড়ছে।

হাতীবান্ধা উপজেলা স্থানীয় বাসিন্দা বলেন, তিস্তা তীরবর্তী এলাকায় শীতের তীব্রতাটা বেশি থাকে। কয়েকদিন থেকে হালকা হালকা শীত চলার পর গত দুইদিন থেকে প্রচুর শীত শুরু হয়েছে। এতে বয়স্ক ও শিশুরা কাবু হয়ে পড়ছে। ডিসি মহোদয়ের কাছে দ্রুত শীত বস্তুর জন্য আহ্বান জানাচ্ছি।

হাতীবান্ধা উপজেলা স্থানীয় বাসিন্দা আব্দুর রহীম বলেন, তিস্তা তীরবর্তী এলাকায় শীতের তীব্রতাটা বেশি থাকে। কয়েকদিন থেকে হালকা হালকা শীত চলার পর গত দুইদিন থেকে প্রচুর শীত শুরু হয়েছে। এতে বয়স্ক ও শিশুরা কাবু হয়ে পড়ছে।

অবিলম্বে স্বেচ্ছাসেবী সংস্থা ও সরকারি সহায়তা না পেলে শীতের তীব্রতার সাথে পাল্লা দিয়ে বাড়বে জনদুর্ভোগ।