1. Home
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. ঢাকায় যমুনা ফিউচার পার্কের সামনে সিএনজিচালিত অটোরিকশায় আগুন
ঢাকায় যমুনা ফিউচার পার্কের সামনে সিএনজিচালিত অটোরিকশায় আগুন

ঢাকায় যমুনা ফিউচার পার্কের সামনে সিএনজিচালিত অটোরিকশায় আগুন

0
  • 1 year ago,

ঢাকার কুড়িল এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনে সিএনজিচালি একটি অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অটোরিকশাটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে ইঞ্জিনের ত্রুটি থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ শনিবার বিকেলে যমুনা ফিউচার পার্কের সামনে হঠাৎ একটি অটোরিকশায় আগুন ধরে যায়। চালক চেষ্টা করেও আগুন নেভাতে পারেননি। পরে তিনি অটোরিকশাটি থেকে বের হয়ে যান।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‘এটি একটি দুর্ঘটনাজনিত আগুনের ঘটনা। কোনো নাশকতার ঘটনা না। ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের ত্রুটি থেকে অটোরিকশাটিতে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।