1. Home
  2. ছবি
  3. আন্তর্জাতিক
  4. ভিসার প্রয়োজন নেই, কেনিয়া যেতে
ভিসার প্রয়োজন নেই, কেনিয়া যেতে

ভিসার প্রয়োজন নেই, কেনিয়া যেতে

0
  • 1 year ago,

পর্যটকদের সুখবর দিল কেনিয়া। আফ্রিকার দেশটিতে ভ্রমণ করতে আর ভিসার প্রয়োজন নেই। আগামী জানুয়ারি মাস থেকে বিশ্বের যেকোনো দেশের নাগরিক ভিসা ছাড়াই কেনিয়াতে ভ্রমণ করতে পারবেন।

সোমবার (২৫ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে এ বিষয়টি জানানো হয়েছে।

গত ১২ ডিসেম্বর কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ভিসা ছাড়াই দেশটিতে বিদেশিদের ভ্রমণের সুযোগ দেওয়ার ঘোষণা দেন।

কেনিয়ার অর্থনীতিতে পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেনিয়ার সমুদ্রসৈকত ও ওয়াইল্ড লাইফ সাফারি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ। পর্যটকদের আকৃষ্ট করতেই এমন ঘোষণা দিয়েছে কেনিয়া।

কেনিয়ার প্রেসিডেন্ট রুটো বলেন, “কেনিয়া সরকার একটি ডিজিটাল পদ্ধতি চালু করেছে, যার ফলে এখন থেকে পর্যটকেরা অনলাইনেই কেনিয়ায় ভ্রমণের আগাম অনুমতি পাবেন। নতুন করে ভিসা আবেদনের আর কোনো প্রয়োজন পড়বে না।”

কেনিয়ার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে রুটো এ ঘোষণা দেন। ১৯৬৩ সালের ১২ ডিসেম্বর ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে কেনিয়া।

শুধু নিজ দেশেই নয়, পুরো আফ্রিকা মহাদেশের মধ্যে ভিসা ছাড়া ভ্রমণ চালুর পক্ষে কেনিয়ার প্রেসিডেন্ট। গত অক্টোবরে কঙ্গো প্রজাতন্ত্রে অনুষ্ঠিত একটি সম্মেলনে তিনি বলেছিলেন, “আগামী জানুয়ারি থেকে কেনিয়া ভ্রমণ করতে আফ্রিকান দেশের নাগরিকদের কোনো ভিসা লাগবে না।”