
রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানার হাজতখানা থেকে মাদক মামলার এক নারী আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পলাতক ওই আসামির নাম লাবনী আক্তার (২০)। তাকে পুলিশ ইয়াবাসহ গ্রেপ্তার করে।
শনিবার (৩০ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। ডিউটি অফিসার থাকার পরও হাজতখানা থেকে এভাবে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
আসামি পালানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
তিনি বলেন, “শনিবার ভোর রাতে এক নারী আসামি পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান আছে। দ্রুতই গ্রেপ্তার হবে। তার বিরুদ্ধে মিরপুর থানায় মাদক মামলা রয়েছে। গতকাল আমরা তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করি। ভোর রাতে সে পালিয়েছে।”
লাবনী আক্তারকে গ্রেপ্তারের পর আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৬।
আদাবর থানার মামলার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আদাবর থানার এসআই ইব্রাহীম ও এএসআই মাসুম আলীর নেতৃত্বে লাবনী আক্তারকে শেখেরটেক ১১ নম্বর থেকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরদিন আদালতে পাঠানোর জন্য রাতের বেলা আসামিকে থানার হাজতখানায় রাখা হয়। সকালে আদালতে পাঠাতে এসে পুলিশ আসামিকে খুঁজে না পেলে ঘটনাটি নিয়ে থানায় তোলপাড় সৃষ্টি হয়।
ইতোমধ্যে আসামিকে খুঁজে বের করতে আদাবর থানা পুলিশের কয়েকটি টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।