1. Home
  2. ছবি
  3. আন্তর্জাতিক
  4. ইমরান খানের যে আসনে মনোনয়ন বাতিল
ইমরান খানের যে আসনে মনোনয়ন বাতিল

ইমরান খানের যে আসনে মনোনয়ন বাতিল

0
  • 1 year ago,

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। নিজ শহর মিয়ানওয়ালির সংসদীয় আসন থেকেই তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হলো। দেশটির প্রাদেশিক নির্বাচন কমিশনের কর্মকর্তারা শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের রাজধানী লাহোরের এনএ-১১২ ও নিজ শহর মিয়ানওয়ালির এনএ-৮৯ নির্বাচনী এলাকা জাতীয় নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ইমরান খান। উভয় আসনে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের ভিত্তি ব্যাখ্যা করে এনএ-১২২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নিযুক্ত রিটার্নিং অফিসার বলেছেন, ‘পিটিআই প্রতিষ্ঠাতাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।’

ইমরান খানের ঘাঁটি মিয়ানওয়ালী। এই এলাকা থেকে তিনি আগের নির্বাচনে জয়লাভ করেছেন। নির্বাচন কমিশন মুলতানের এনএ-১৫০, পিপি-২১৮ ও থারপারকারের এনএ-২১৪ থেকে পিটিআই ভাইস চেয়ারম্যান কুরেশির মনোনয়নপত্রও প্রত্যাখ্যান করেছে।

এদিকে, সাবেক ফেডারেল মন্ত্রী ও পিটিআই নেতা হাম্মাদ আজহারের মনোনয়নপত্র পিপি-১৭২ থেকে বাতিল করা হয়েছে। পদক্ষেপটি পিটিআইয়ের জন্য বড় ধাক্কা। দলটির হাই প্রোফাইল নেতা-কর্মীরা প্রতিনিয়তই মামলার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে ৯ মে তারিখের দাঙ্গা-সংক্রান্ত মামলায় তাদের গ্রেপ্তার করা হচ্ছে। দলের অন্য সিনিয়র নেতাদের সঙ্গে ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিও কারাগারে রয়েছেন।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) মিয়া নাসিরের মাধ্যমে উত্থাপিত আপত্তির ভিত্তিতে তোশাখানা মামলায় ইমরান খানকে নির্বাচন করা থেকে পাঁচ বছরের জন্য অযোগ্য ঘোষণা করেছিল আদালত। উল্লেখ করা হয়েছিল, নির্বাচনী সংস্থা তাকে নির্বাচনী আইন, ২০১৭-এর ধারা ১৬৭-এর অধীনে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করেছে।