
গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের প্রসঙ্গে ড. মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের বলেন, “যে দোষ আমরা করিনি, সেই দোষের শাস্তি পেলাম। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল। আমরা সেটা গ্রহণ করলাম।”
সোমবার (১ জানুয়ারি) দুপুরে শ্রম আইন লঙ্ঘনের মামলার একটি ধারায় ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানার আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ে চারজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই মামলায় অপর একটি ধারায় ২৫ হাজার জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
রায়ের প্রতিক্রিয়ায় ড. ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, “আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করব। রাষ্ট্রপক্ষ কোনোকিছু প্রমাণ করতে পারেনি। আপিল কোর্টে আমরা এর বিরুদ্ধে প্রতিকার চাইব।”
অপরদিকে কলকারখানা পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। তিনি বলেন, “রায় আইনানুগ হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট।”
কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন, গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম এবং মো. শাহজাহান।