1. Home
  2. বিশ্ব
  3. এশিয়া
  4. জাপানে রানওয়েতে উড়োজাহাজে ভয়াবহ আগুন
জাপানে রানওয়েতে উড়োজাহাজে ভয়াবহ আগুন

জাপানে রানওয়েতে উড়োজাহাজে ভয়াবহ আগুন

0
  • 1 year ago,

জাপানের বিমানবন্দরে অবতরণের পর রানওয়েতেই যাত্রীবাহী উড়োজাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এঘটনায় কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়িন। যাত্রীসহ আরোহীদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার টোকিওর হানেদা বিমানবন্দরের এ ঘটনার খবর দিয়েছে বিবিসি।

জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকের ফুটেজে উড়োজাহাজটির জানালা দিয়ে আগুন বের হতে দেখা যায়; রানওয়েতেও আগুন জ্বলছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অবতরণের কিছুক্ষণের মধ্যে জাপানের বিমান সংস্থার উড়োজাহাজটিতে আগুন লাগে। কোস্টগার্ডের একটি উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষের পর আগুন ধরে যায়।

ক্রু ও স্টাফসহ উড়োজাহাজে থাকা ৩৭৯ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বিমান সংস্থার কর্মককর্তারা জানান।

জাপানের ব্যস্ততম বিমানবন্দরটি এ মুহূর্তে বন্ধ রাখা হয়েছে। জেএএল ৫১৬ নামের এ উড়োজাহাজটি হোক্কাইডো থেকে ছেড়ে এসেছিল।